ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পাথরঘাটায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য -৩১৫, সুলতানা নাদিরা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, সাংগঠনিক সম্পাদক, এডভোকেট আবদুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট নাসির উদ্দীন সোহাগ, পাথরঘাটা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি, সাইফুল ইসলাম সাকিল, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আহমেদ সুজন সহ পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ’৭১ সহ সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য, সুলতানা নাদিরা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের হাজারো মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ৭ঘটিকায় পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতনা। তার ৭ই মার্চ এর ভাষন ছিল স্বাধীনতাকামী এদেশের কোটি মানুষের জন্য দিক নির্দেশনা এবং স্বাধীনতার মুলমন্ত্র।
Leave a Reply