1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
নেতৃত্ব বিকাশে সারাদেশের কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার: নানক - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

নেতৃত্ব বিকাশে সারাদেশের কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার: নানক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

আজ শুক্রবার, ১০মার্চ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩১৫-আসনের সংরক্ষিত সংসদ সদস্য, সুলতানা নাদিরার সভাপতিত্বে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের সংবিধানে নির্দলীয় সরকার বলতে কিছু নেই। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। সুতরাং যেকোনো রাজনৈতিক দল চাইলেই নির্বাচনে অংশ নিতে পারবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা নাদিরা, অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর খান মো. গাউস মোসাদ্দেক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার সহ আরও অনেকে।

এ সময় জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, সারাদেশের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করতে পারে। নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ বিরাট ভূমিকা পালন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার