বরগুনার পাথরঘাটায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আাজ শুক্রবার (১০ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলা প্রসাশন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময় স্লোগান কে সামনে রেখে একটি র্যালি বের করা হয়।
পরবর্তীতে দূর্যোগ প্রস্তুতির ট্রেনিং, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এই অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়ায় সার্বিক সহযোগিতায় কাজ করেছেন পাথরঘাটা ফায়ার সার্ভিস এবং পাথরঘাটা উপজেলার যুব রেডক্রিসেন্ট।
র্যালিটি পাথরঘাটা পৌর শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সংলগ্ন আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
দুর্যোগ প্রস্তুতি আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার, সুফল চন্দ্র গোলদার, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোস্তফা গোলাম কবির,বিভিন্ন ইউনিটের সরকারি কর্মকর্তা, পাথরঘাটা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সহ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও সিপিপির সদস্যরা।
Leave a Reply