পাথরঘাটার সদর ইউনিয়নের গহরপুর গ্রামে আগুনের সুত্রপাত ঘটে।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে গহরপুর গ্রামের ১নং ওয়ার্ডের রুস্তুম ফকিরের বসতবাড়িতে।তার বাড়ি সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, অবশিষ্ট থাকেনি কিছুই। রস্তুম ফকির তার পরিবারের স্ত্রী ও ছেলে মেয়ে সহ ৪ সদস্য নিয়ে ঐ বাড়িতে থাকতো।
রুস্তুম ফকিরের পরিবারটি অত্যন্ত গরিব,অসহায় তার একমাত্র সম্বল বসত বাড়িটি অগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখন তিনি নিঃস্ব হয়ে পড়ে।
এসময় তার পরিবারের পাশে দাড়ালেন ৩১৫- আসনের সংসদ সদস্য, সুলতানা নাদিরা। তিনি রুস্তুমকে নগদ ২০হাজার টাকা, এবং পরিবারের সকল সদস্যদের পোশাক,ও এক মাসের খাবারের জন্য চাল,ডাল,আলু, তৈল,পিয়াজ,সাবান সহ যাবতীয় সকল বাজার পৌঁছে দিয়েছেন তার বাড়িতে।
রুস্তুমের পরিবারের দায়িত্ব নিবে বলে জানিয়েছেন সংসদ সদস্য সুলতানা নাদিরা। এবং বসত ঘরের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেছেন।
Leave a Reply