পাথরঘাটা পৌরসভার বহুমুখী সড়ক ৩’৪’৫নং ওয়ার্ড এবং টেংরা, রুহিতা,হাজিরখালে যোগাযোগের একমাত্র রাস্তার বেহাল দশা ভোগান্তি জনগণ।
পাথরঘাটা পৌরসভার এই বহুমুখী রাস্তা মরণ ফাঁদে রুপ নিছে, বেশ কয়েক বছর ধরে রাস্তাটি একই অবস্থায় থাকলেও মেরামতের কোনো পরিকল্পনা নেই বল্লেই চলে।
এই রাস্তা দিয়ে প্রায় ৫০ হাজারেরও বেশি সংখ্যক মানুষ নিয়মিত চলাচল করে।
পাথরঘাটা পৌরসভার সাথে সদর ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে এটি অন্যতম।
এ বিষয় নিয়ে মুখেছেন এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন ,
তারা জানান, বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ, রাস্তাটি যানবাহন চলাচল করার ক্ষেত্রে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পরছে, রাস্তার দুইপাশে মানুষের বসতবাড়ি দুলাবালির কারণে নষ্ট হয়ে যাচ্ছে।ঠান্ডা, ছর্দি,কাশি থেকে শুরু করে নানান ব্যাধির শিকার ধুলাবালির কারণে। বর্ষার দিনে রাস্তার ভাঙা অংশ পানির নিচে থাকায় গাড়ির চালকরা রাস্তার খাঁদ দেখতে না পাওয়ায় মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয়,
একজন পথচারী বলেন” দেখেন ভাই এই রাস্তা দিয়ে কি মানুষ চলাচল করতে পারে! মাত্র ৫মিনিটের পথ আমাদের ২০/৩০মিনিট বসে যেতে হয়, একজন অসুস্থ মানুষকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে সে হাসপাতালে যাওয়ার আগেই রাস্তায় ধাক্কা খেয়ে মারা যাবে, এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে বেশ সমস্যা হচ্ছে,
একজন ড্রাইভার বলেন” আমাগো রাস্তা এহন আর রাস্তায় নাই।রাস্তা এহন গাছের উপরে পাতায় পাতায়, দেশে এতো উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের রাস্তাটি কি কখনো ভালো হবেনা?
নেতারা বিভিন্ন সময় নানা ধরণের প্রতিশ্রুতি দেয় বাস্তবে আমাদের সাধারণ মানুষের কোনো উপকার হয়না।
এই বিষয় পৌর মেয়র আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন” বর্তমানে বরাদ্দ না থাকায় কাজ করতে পারছিনা, তবে খুব শিঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে।
Leave a Reply