1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
তেজগাঁও এর বস্তির অগ্নিকান্ড নিয়ন্ত্রণে - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

তেজগাঁও এর বস্তির অগ্নিকান্ড নিয়ন্ত্রণে

  • প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এ খবর জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আজ রাত ১০ টা ১০ মিনিটে তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট। আগুন অনেক টিন শেডের ঘর পুড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং বিমান বাহিনীর একটি দল কাজ করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে স্থানীয়রা। তবে আশপাশে পানির তেমন কোনো উৎস না থাকা এবং গাড়ি ঢুকতে না পারায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে।

এলাকাবাসী জানিয়েছে, বস্তিতে কয়েকশ ঘর রয়েছে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। ঘরগুলোতে শ্রমিকরা থাকতেন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও ফায়ার সার্ভিস বিস্তারিত কিছু জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার