আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। দিনের শুরুতেই সেই শঙ্কা সত্যি হলো। সকালেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ছেয়ে যায়। তারপর নামে একপশলা বৃষ্টি। এরপরেও পরিষ্কার হয়নি আকাশ। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও ভেসে বেড়াচ্ছে মেঘ।
এদিকে বুধবার ১২ ঘণ্টার পূর্বাভাসে ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।
Leave a Reply