বরগুনার পাথরঘাটায় সলিড বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাট এলাকায় প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়।
এ প্রচার অভিযানটি একশেন এইডের অর্থায়নে বাস্তবায়নে করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর পাংখুরী যুব সংঙ্গ।
এসময় উপস্থিত ছিলেন, একশেন এইড বাংলাদেশের পাথরঘাটা ইনস্পিরেটর রুকাইয়া আহমেদ, এনএসএস এর প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ফিন্যান্স ও এডমিন রুহুল আমিন, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর পাংখুরী যুব সংঙ্গের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply