1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
মধুমতি আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

মধুমতি আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অত্র মধুুমতি আইডিয়াল স্কুলের সভাপতি, হাছ্ছানা নাদিরা সবুর ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুমন মিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে র‍্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত হয়।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
১৫ আগস্টের বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এবং পরবর্তীতে জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর চিত্র অংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পালিত হয়।

এবং কেকে কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের মধ্য দিয়ে শেষ করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমিত আইডিয়াল স্কুলের সভাপতি, হাছ্ছানা নাদিরা সবুর। এবং প্রধান অতিথি ছিলেন ৩১৫ – আসনের সংসদ সদস্য, সুলতানা নাদিরা।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ফারজানা সবুর রুমকি। মধুমতি আইডিয়াল স্কুলের পরিচালক, সাবরিনা নাদিরা সবুর। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি, সাইফুল ইসলাম শাকিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ, সম্পাদক আহমেদ সুজন। পৌর ছাত্রলীগের সভাপতি, মোঃ শাহাজাদা হাওলাদার সোহাগ মধুমতি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে ।

উল্লেখ্য, ১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার