বরগুনার পাথরঘাটায় ১৮ মার্চ রোজ শনিবার দুপুর পৌনে তিনটার দিকে বরগুনা ডিবি পুলিশের একটি দল ইয়াবার বিশেষ অভিযানের সময় পাথরঘাটা উপজেলা মুন্সির হাট নামক স্থানে ইয়াবা ব্যাবসায়ীর একটি দল অভিযানরত ডিবি পুলিশের উপর হামলা করে।
তাতে ডিবি পুলিশের ৭ সদস্য আহত। গুরুতর আহত হয় ৩ সদস্য। একজ আশংকাজনক অবস্থা বরিশালে আছেন।
পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়ন মুন্সিরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা কর্তৃক এসআই মোঃ বাশার এর নেতৃত্বাধিন ০৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচলনা করে , এ সময় চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মুন্সিরহাট বাজারে অভিযান পরিচালনা করা কালীন সময় উক্ত বাজারে মোঃ জাকারিয়া, পিতা- জাহাঙ্গীর, সাং- কালিবাড়ি ০৪ নং ওয়ার্ড, থানা- পাথরঘাটা, জেলা-বরগুনা এর “চা” এর দোকানে ডিবি প্রিন্স সিমলাই, ও সোর্স মোঃ রিপন (৪০), পিতা- আঃ কুদ্দুস এবং মটরবাইক ড্রাইভার সাগর বেপারী(২৪), পিতা- শামসুল হক বেপারী, উভয় সাং- পরীরখাল ০৭ নং ওয়ার্ড, থানা+জেলা- বরগুনা’গন মাদকদ্রব্য উদ্ধারের সময় দোকানের পিছনে মাদক বিক্রেতা অত্র পাথরঘাটা উপজেলা নিবাসী মোঃ সৈকত ও আঃ রব দ্বয়কে ধৃত করার সময় ধস্তাধস্তি শুরু হয় এরই প্রেক্ষিতে মাদক বিক্রতারা তাদের সাথে থাকা ছুরি দিয়ে অতর্কিতভাবে ডিবি কং প্রিন্স, সোর্স রিপন ও ড্রাইভার রিপনদের এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ডিবি পুলিশের অন্য সদস্যদের বাজারে থাকা লোকজনরা খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।
আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনাস্থলে পাথরঘাটা থানা পুলিশ উপস্থিত আছে, পাথরঘাটা সার্কেল ও অফিসার ইনচার্জ পাথরঘাটা থানা মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত সোর্স মোঃ রিপন’কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম প্রেরন করা হয়েছে* পলাতক আসামীদের ধৃত করার জন্য পাথরঘাটা থানা ও ডিবি পুলিশ কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
Leave a Reply