1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক পাথরঘাটায় অবহিতকরণ কর্মশালা - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক পাথরঘাটায় অবহিতকরণ কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ কে এম নুরুন্নবী কবির।

সভায় বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব আবদুস সালাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদল হক আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ প্রকল্প ব্যবস্থাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, বরগুনা জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. আফরোজা বেগম, পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজলী বালা মিত্র, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা।

সভায় পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পেইড পিয়ার ভলেন্টিয়ার, স্বাস্থ্য সরকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ শতাধিক মাঠ কর্মী কর্মশালায় অংশ নেন।

অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ কে এম নুরুন্নবী কবির বলেন, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দায়িত্ব পালন করছেন। এখন থেকে আরও দায়িত্ব নিয়ে তাদের কাজ করতে হবে। তাদের মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে মৃত্যু ঝুঁকি ও নবজাতক মৃত্যু রোধ করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার