1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ইতিহাসের পাতায় ২১ মার্চের উল্লেখযোগ্য ঘটনা - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

ইতিহাসের পাতায় ২১ মার্চের উল্লেখযোগ্য ঘটনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

আজ ২১ মার্চ, ২০২৩ মঙ্গলবার। ০৭ চৈত্র, ১৪২৯। ২৮ শাবান, ১৪৪৪ হিজরি। ২১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮০তম দিন।
বছরটি শেষ হতে আরো ২৮৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১১৮৮- জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।

১৪১৩-পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬১০- রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।

১৭৯১- ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

১৮০১- আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।

১৮২৯- স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।

১৮৩৬- কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।

১৮৫৭- টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯১৭ – বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেপ্তার হন।

১৯১৯- সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৪৮- রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।

১৯৬৫- মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।

১৯৭৪- বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।

১৯৭৫- ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।

১৯৭৭- পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।

১৯৮৫- বাংলাদেশে গণভোট হয়।

১৯৯০- দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৯১- কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।

২০০৬- টুইটার প্রতিষ্ঠিত হয়৷

জন্ম

১৬০৯- দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।

১৬৮৫- জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।

১৭৬৮- জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।

১৮৮৪- জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ।

১৮৮৭- মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

১৯১৬- ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।

১৯৪৯- শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক।

১৯৫৫- বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার।

১৯৬১- লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়

১৯৭৮- রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

১৬৭৬- হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।

২০০৩ – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।

দিবস

আন্তর্জাতিক জাতি বৈষম্য বিলোপ দিবস

বিশ্ব বন দিবস

বিশ্ব কবিতা দিবস

বিশ্ব পুতুলনাট্য দিবস

ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম দিবস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার