বরগুনার পাথরঘাটায় বিশ্ব পানি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে পানি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বেলা এগারোটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বলেশ্বর নদ সংলগ্ন রুহিতা গ্রামের পানি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, সেইভ পাথরঘাটা পরিবেশ কমিটি যৌথ ভাবে এ সমাবেশ আয়োজনে।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক আরিফুর রহমান, এএসএম জসিম, টাইগার টিমের সদস্য জাকির হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম সাওজাল সহ শতাধিক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত থেকে খালি কলসী নিয়ে নিরাপদ পানির দাবি করেন।
Leave a Reply