পাথরঘাটায় Right to Information & Social Accountability Tools এর বিষয়ে ইয়ুথদের নিয়ে ২ দিন ব্যাপী ট্রেনিং অনুষ্ঠিত হয়।
বরগুনার পাথরঘাটায় ইয়ুথ হাবএ ২৫ এবং ২৭ শে মার্চ এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, একশন এইড বাংলাদেশের পাথরঘাটা ইন্সপাইরেটর রুকাইয়া আহমেদ,A4T প্রজেক্ট কোঅরডিনেটর দেবাশীষ কর্মকার, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ফিন্যান্স ও এডমিন অফিসার রুহুল আমিন,ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর মোঃ জুবায়ের ইসলাম ও নিশু মনি এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর বিভিন্ন ইউনিয়ন এর ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply