1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
আগামী বৃহস্পতি থেকে শনিবার ভয়ংকর কালবৈশাখী,বজ্র-শিলাবৃষ্টির সম্ভাবনা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

আগামী বৃহস্পতি থেকে শনিবার ভয়ংকর কালবৈশাখী,বজ্র-শিলাবৃষ্টির সম্ভাবনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

আগামী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একই সঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।
সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, পুরো বাংলাদেশের ওপর দিয়ে ৩১ মার্চ এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা ১০০ শতাংশ। ফলে এ দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

এ দিন যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে, তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর আশঙ্কা রয়েছে।

ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা বেশি উল্লেখ করে তিনি লেখেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ।

এ আবহাওয়াবিদ আরো লেখেন, ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

এছাড়া ১ এপ্রিল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার