1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
উপজেলা পরিষদে ইউএনও'র একচ্ছত্র ক্ষমতা থাকছে না: হাইকোর্টের রায় - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

উপজেলা পরিষদে ইউএনও’র একচ্ছত্র ক্ষমতা থাকছে না: হাইকোর্টের রায়

  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

উপজেলা পরিষদ আইনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। ফলে উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওরা।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

হাইকোর্টের এ রায়ের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বাদ দিয়ে ইউএনওরা কীভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হন তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষে আদালত এ রায় দেন। আদালতে এদিন রিটকারী সংগঠন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাসাম এমএস আজিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার