জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রচারের ৩৪ বছর পরেও মানুষের মনে আগের মতোই জায়গা ধরে রেখেছে। বিষয়বৈচিত্র্য ও বিনোদন- দুটোই হাত ধরাধরি করে চলে অনুষ্ঠানটিতে। প্রতি বছরের মত এবারো ঈদুল ফিতরে সম্প্রচার হবে ইত্যাদি।
এবারের ঈদের ইত্যাদিতে থাকছেন এ সময়ের জনপ্রিয় তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি।
কিছু সামাজিক ব্যাধি ক্যান্সারের মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতা পরিবর্তন প্রয়োজন। ইত্যাদিতে এমন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঈদের বিশেষ ইত্যাদিতে তিনটি ভিন্ন সামাজিক সচেতনতামূলক বক্তব্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরবেন জনপ্রিয় এই তিন অভিনেত্রী।
উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে তারকাদের তাৎক্ষণিক অভিনয় প্রাণবন্ত ও উপভোগ্য হবে বলে ফাগুন অডিও ভিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ইত্যাদির বিষয়বস্তু রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ এই ইত্যাদি সম্প্রচার হবে ঈদের পরদিন বিটিভিতে।
Leave a Reply