রাশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর ফলে তাৎক্ষণিক কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সুনামি হয়নি।
দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
রুশ মন্ত্রণালয়টির তথ্যমতে, সোমবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে এবং ১০০ কিলোমিটার গভীরে আঘাত হানে এ ভূকম্পন।
দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মস্কো থেকে প্রায় ৬ হাজার ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে, একটি সুপারমার্কেটে থাকা কাচের বোতলগুলো ভেঙে গেছে। তবে তাৎক্ষণিক বড় অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী ও অগ্নিনির্বাপকদের দল ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ হতাহত ও কোনো ধ্বংসযজ্ঞ ঘটেনি।
Leave a Reply