বরিশালের বাবুগঞ্জে মহাসড়কের পাশে বটগাছের নিচে বসে থাকা এক নারীকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার দুপুরে বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সরকারী পরিচালক এনায়েত হোসেন। আটককৃত কল্পনা বেগম বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব হোসেন সিকদারের স্ত্রী।
সরকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে নতুনহাট বাজার নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনের বটগাছের নিচে গোল চত্বরে বসা অবস্থায় কল্পনাকে ঘেরাও করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কল্পনা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply