1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বিশ্বে করোনায় আরো ৩৬০ জনের মৃত্যু - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আরো ৩৬০ জনের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৩৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২২০ জন।
মঙ্গলবার সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৮৫ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬১ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩২ হাজার ৬৬১ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭১ লাখ ৯ হাজার ২৩৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার