1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সাত কলেজে মোট আসন ২৩৪৯০, যে কলেজে যত - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

সাত কলেজে মোট আসন ২৩৪৯০, যে কলেজে যত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে ১৬ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত হয়। ঢাবি অধিভুক্তির পাঁচ বছর পূর্ণ করে এখন ছয় বছরে সাত কলেজ। বর্তমানে সাত কলেজের স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলমান। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকের অজানা কোন কলেজে কতো আসন রয়েছে। আজ জানব, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজ ও কলেজের বিভাগসমূহের আসন সংখ্যা।
বিজ্ঞান অনুষদ

ঢাকা কলেজ (১৮৪১)

পদার্থবিজ্ঞান ১২০টি, রসায়ন ১২০টি, গণিত ১৯৯টি, উদ্ভিদ বিজ্ঞান ১২৫টি, প্রাণিবিদ্যা ১২৫টি, ভূগোল ও পরিবেশ ৮৭টি, মনোবিজ্ঞান ৮৭টি, পরিসংখ্যান ১২৬টি, বাংলা ৩০টি, ইংরেজি ৩৬টি, ইতিহাস ৩৪টি, দর্শন ২৭টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২০টি, ইসলামিক স্টাডিজ ১৫টি, অর্থনীতি ৩৬টি, রাষ্ট্রবিজ্ঞান ৪০টি, সমাজবিজ্ঞান ৩৮টি, ব্যবস্থাপনা ৩৫টি ও হিসাববিজ্ঞান বিভাগে ৩৫টি।

কবি নজরুল সরকারি কলেজ (১৮৭৪)

পদার্থ বিজ্ঞান ১০০টি, রসায়ন ১০০টি, গণিত ৯৪টি, উদ্ভিদ বিজ্ঞান ১০০টি, প্রাণিবিদ্যা ১০০টি, ভূগোল ও পরিবেশ ৯০টি, বাংলা ২৩টি, ইংরেজি ৩০টি, ইতিহাস ২৩টি, দর্শন ১৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২৩টি, ইসলামিক স্টাডিজ ৩০টি, অর্থনীতি ২৩টি, রাষ্ট্রবিজ্ঞান ২৩টি, আরবি ১৫টি, ব্যবস্থাপনা ৪৫টি, হিসাববিজ্ঞান ৪৫টি, মার্কেটিং ৮টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৮টি।

সরকারি বাঙলা কলেজ (১৯৬২)

পদার্থ বিজ্ঞান ১০৫টি, রসায়ন ১৩০টি, গণিত ১৭১টি, উদ্ভিদ বিজ্ঞান ১০৫টি, প্রাণিবিদ্যা ১২০টি, মৃত্তিকা বিজ্ঞান ৭৫টি, ভূগোল ও পরিবেশ ৩৪টি, বাংলা ৩৩টি, ইংরেজি ২৭টি, ইতিহাস ১৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৭টি, ইসলামিক স্টাডিজ ১৫টি, অর্থনীতি ২১টি, রাষ্ট্রবিজ্ঞান ৩৭টি, সমাজকর্ম ২২টি, ব্যবস্থাপনা ৫৪টি, হিসাববিজ্ঞান ৫৪টি, মার্কেটিং ১৮টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৮টি।

সরকারি তিতুমীর কলেজ (১৯৬৮)

পদার্থ বিজ্ঞান ২৫০টি, রসায়ন ২৫০টি, গণিত ২৮৫টি, উদ্ভিদ বিজ্ঞান ২৫০টি, প্রাণিবিদ্যা ২৫০টি, ভূগোল ও পরিবেশ ৬৩টি, মনোবিজ্ঞান ৪৯টি, পরিসংখ্যান ৪৯টি, বাংলা ৪৭টি, ইংরেজি ৫৫টি, ইতিহাস ৩২টি, দর্শন ৩৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩৯টি, ইসলামিক স্টাডিজ ২২টি, অর্থনীতি ৫৭টি, রাষ্ট্রবিজ্ঞান ৬০টি, সমাজবিজ্ঞান ৩৬টি, সমাজকর্ম ৩৬টি, ব্যবস্থাপনা ৬৯টি, হিসাববিজ্ঞান ৭২টি, মার্কেটিং ৪১ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৪৮টি।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (১৯৭২)

পদার্থ বিজ্ঞান ৯২টি, রসায়ন ১১১টি, গণিত ১০৫টি, উদ্ভিদ বিজ্ঞান ৯২টি, প্রাণিবিদ্যা ৯২টি, ভূগোল ও পরিবেশ ৬৪টি, মৃত্তিকা বিজ্ঞান ৬৪টি, বাংলা ১৫টি, ইংরেজি ১৫টি, দর্শন ১৩টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৬টি, ইসলামিক স্টাডিজ ১৪টি, অর্থনীতি ২১টি, রাষ্ট্রবিজ্ঞান ২৪টি, সমাজকর্ম ২৪টি, ব্যবস্থাপনা ২৭টি ও হিসাববিজ্ঞান বিভাগে ২৭টি।

ইডেন মহিলা কলেজ (১৮৭৩)

পদার্থ বিজ্ঞান ১১৫টি, রসায়ন ১১৫টি, গণিত ১৭৫টি, উদ্ভিদ বিজ্ঞান ১৩৮টি, প্রাণিবিদ্যা ১৩৮টি, ভূগোল ও পরিবেশ ১০৬টি, পরিসংখ্যান ৪০টি, মনোবিজ্ঞান ৯০টি, গার্হস্থ্য অর্থনীতি ৭৭টি, বাংলা ৩২টি, ইংরেজি ৪১টি, ইতিহাস ৩৩টি, দর্শন ২৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩৩টি, ইসলামিক স্টাডিজ ১৯টি, অর্থনীতি ৪০টি, রাষ্ট্রবিজ্ঞান ৪১টি, সমাজবিজ্ঞান ৩৮টি, সমাজকর্ম ৩৭টি, ব্যবস্থাপনা ৪৪টি, হিসাববিজ্ঞান ৪৬টি, মার্কেটিং ২৯ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২৬টি।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (১৯৪৮)

পদার্থ বিজ্ঞান ৬০টি, রসায়ন ৭৯টি, গণিত ৫৭টি, উদ্ভিদ বিজ্ঞান ৫১টি, প্রাণিবিদ্যা ৭৪টি, ভূগোল ও পরিবেশ ৫১টি, মনোবিজ্ঞান ৫১টি, গার্হস্থ্য অর্থনীতি ৫১টি, বাংলা ১৪টি, ইংরেজি ১১টি, ইতিহাস ৭টি, দর্শন ৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৮টি, ইসলামিক স্টাডিজ ৭টি, অর্থনীতি ২৩টি, রাষ্ট্রবিজ্ঞান ১২টি, সমাজবিজ্ঞান ১৩টি, সমাজকর্ম ১৯টি, ব্যবস্থাপনা ৯টি ও হিসাববিজ্ঞান বিভাগে ৯টি।

বিজ্ঞান অনুষদে মোট আসন রয়েছে ৮৬১৯টি।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

ঢাকা কলেজ (১৮৪১)

বাংলা ১৬০টি, ইংরেজি ১৯২টি, ইতিহাস ১৮০টি, দর্শন ১৪৪টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১০৪টি, ইসলামিক স্টাডিজ ৮০টি, অর্থনীতি ১৮৮টি, রাষ্ট্রবিজ্ঞান ২১২টি, সমাজবিজ্ঞান ২০০টি, ভূগোল ও পরিবেশ ৩২টি, মনোবিজ্ঞান ৩২টি, পরিসংখ্যান ৭টি, গণিত ১১টি, ব্যবস্থাপনা ১৫টি ও হিসাববিজ্ঞান বিভাগে ১৫টি।

কবি নজরুল সরকারি কলেজ (১৮৭৪)

বাংলা ১২০টি, ইংরেজি ১৬০টি, ইতিহাস ১২০টি, দর্শন ৬০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১২০টি, ইসলামিক স্টাডিজ ১৬০টি, অর্থনীতি ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান ১২০টি, আরবি ৮০টি, ভূগোল ও পরিবেশ ৩৩টি, গণিত ৬টি, ব্যবস্থাপনা ১৫টি, হিসাববিজ্ঞান ১৫টি, মার্কেটিং ২টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২টি।

সরকারি বাঙলা কলেজ (১৯৬২)

বাংলা ১৭৬টি, ইংরেজি ১৪৪টি, ইতিহাস ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৮৮টি, ইসলামিক স্টাডিজ ৮০টি, অর্থনীতি ১১২টি, রাষ্ট্রবিজ্ঞান ১৯৬টি, সমাজকর্ম ১১৬টি, ভূগোল ও পরিবেশ ১৩টি, গণিত ৯টি, ব্যবস্থাপনা ১৮টি, হিসাববিজ্ঞান ১৮টি, মার্কেটিং ৬টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬টি।

সরকারি তিতুমীর কলেজ (১৯৬৮)

বাংলা ২৪৮টি, ইংরেজি ২৯২টি, ইতিহাস ১৬৮টি, দর্শন ২০০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২০৮টি, ইসলামিক স্টাডিজ ১১৬টি, অর্থনীতি ৩০৪টি, রাষ্ট্রবিজ্ঞান ৩২০টি, সমাজবিজ্ঞান ১৮৮টি, সমাজকর্ম ১৮৮টি, ভূগোল ও পরিবেশ ১৮টি, মনোবিজ্ঞান ১৮টি, পরিসংখ্যান ৪টি, গণিত ১৫টি, ব্যবস্থাপনা ২৩টু, হিসাববিজ্ঞান ২৪টি, মার্কেটিং ১৩টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৩টি।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (১৯৭২)

বাংলা ৮৮টি, ইংরেজি ৮৮টি, দর্শন ৮০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৯৬টি, ইসলামিক স্টাডিজ ৮০টি, অর্থনীতি ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান ১৩৬টি, সমাজকর্ম ১৩৬টি, ভূগোল ও পরিবেশ ২৫টি, গণিত ৬টি, ব্যবস্থাপনা ১০টি ও হিসাববিজ্ঞান বিভাগে ১০টি।

ইডেন মহিলা কলেজ (১৮৭৩)

বাংলা ১৮৪টি, ইংরেজি ২৪০টি, ইতিহাস ১৯২টি, দর্শন ১৫২টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৯২টি, ইসলামিক স্টাডিজ ১১২টি, অর্থনীতি ২৩২টি, রাষ্ট্রবিজ্ঞান ২৪০টি, সমাজবিজ্ঞান ২২৪টি, সমাজকর্ম ২১৬টি, ভূগোল ও পরিবেশ ৪২টি, মনোবিজ্ঞান ৩৫টি, পরিসংখ্যান ৩টি, গার্হস্থ অর্থনীতি ৩০টি, গণিত ১০টি, ব্যবস্থাপনা ১৬টি, হিসাববিজ্ঞান ১৬টি, মার্কেটিং ১১টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৮টি।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দর্শন (১৯৪৮)

বাংলা ৮০টি, ইংরেজি ৬৪টি, ইতিহাস ৪০টি, দর্শন ৪৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪৮টি, ইসলামিক স্টাডিজ ৪০টি, অর্থনীতি ১৩২টি, রাষ্ট্রবিজ্ঞান ৬৮টি, সমাজবিজ্ঞান ৭২টি, সমাজকর্ম ১০৮টি, ভূগোল ও পরিবেশ ২০টি, মনোবিজ্ঞান ২০টি, গার্হস্থ্য অর্থনীতি ২০টি, গণিত ২০টি, ব্যবস্থাপনা ৩টি ও হিসাববিজ্ঞান বিভাগে ৩টি।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে সাত কলেজে মোট আসন রয়েছে ৯৯৭৯টি।

বাণিজ্য অনুষদ

ঢাকা কলেজ (৫৮৮)

ব্যবস্থাপনা ২৪০টি, হিসাববিজ্ঞান ২৪০টি, বাংলা ১০টি, ইংরেজি ১২টি, ইতিহাস ১১টি, দর্শন ৯টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৬টি, ইসলামিক স্টাডিজ ৫টি, অর্থনীতি ১১টি, রাষ্ট্রবিজ্ঞান ১৩টি, সমাজবিজ্ঞান ১২টি, ভূগোল ও পরিবেশ ৬টি, মনোবিজ্ঞান ৬টি ও পরিসংখ্যান বিভাগে ৭টি।

কবি নজরুল সরকারি কলেজ (৬৩৩)

ব্যবস্থাপনা ২৪০টি, হিসাববিজ্ঞান ২৪০টি, মার্কেটিং ৪০টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৪০টি, বাংলা ৭টি, ইংরেজি ১০টি, ইতিহাস ৭টি, দর্শন ৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৭টি, ইসলামিক স্টাডিজ ১০টি, অর্থনীতি ৭টি, রাষ্ট্রবিজ্ঞান ৭টি, আরবি ৫টি, এবং ভূগোল ও পরিবেশ বিভাগে ৭টি।

ইডেন মহিলা কলেজ (৯৯৩)

ব্যবস্থাপনা ২৫৬টি, হিসাববিজ্ঞান ২৬৪টি, মার্কেটিং ১৭২টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ১৫২টি, বাংলা ১১টি, ইংরেজি ১৫টি, ইতিহাস ১২টি, দর্শন ৯টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১২টি, ইসলামিক স্টাডিজ ৭টি, অর্থনীতি ১৪টি, রাষ্ট্রবিজ্ঞান ১৫টি, সমাজবিজ্ঞান ১৪টি, সমাজকর্ম ১৩টি, ভূগোল ও পরিবেশ ৮টি, মনোবিজ্ঞান ৭টি, পরিসংখ্যান ৩টি ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ৬টি।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (১৫৭)

ব্যবস্থাপনা ৫২টি, হিসাববিজ্ঞান ৫২টি, বাংলা ৫টি, ইংরেজি ৪টি, ইতিহাস ২টি, দর্শন ৩টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩টি, ইসলামিক স্টাডিজ ২টি, অর্থনীতি ৬টি, রাষ্ট্রবিজ্ঞান ৪টি, সমাজবিজ্ঞান ৪টি, সমাজকর্ম ৬টি, ভূগোল ও পরিবেশ ৪টি, মনোবিজ্ঞান ৪টি ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ৪টি।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (৩৭৪)

ব্যবস্থাপনা ১৬০টি, হিসাববিজ্ঞান ১৬০টি, বাংলা ৫টি, ইংরেজি ৫টি, দর্শন ৫টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৬টি, ইসলামিক স্টাডিজ ৫টি, অর্থনীতি ৭টি, রাষ্ট্রবিজ্ঞান ৮টি, সমাজকর্ম ৮টি এবং ভূগোল ও পরিবেশ বিভাগে ৫টি।

সরকারি বাঙলা কলেজ (৮৩৩)

ব্যবস্থাপনা ২৮৮টি, হিসাববিজ্ঞান ২৮৮টি মার্কেটিং ৯৬টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৯৬টি, বাংলা ১১টি, ইংরেজি ৯টি, ইতিহাস ৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫টি, ইসলামিক স্টাডিজ ৫টি, অর্থনীতি ৭টি, রাষ্ট্রবিজ্ঞান ১২টি, সমাজকর্ম ৭টি এবং ভূগোল ও পরিবেশ বিভাগে ৩টি।

সরকারি তিতুমীর কলেজ (১৩১৭)

ব্যবস্থাপনা ৩৭০টি, হিসাববিজ্ঞান ৩৮২টি মার্কেটিং ২১৬টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ২০৪টি, বাংলা ১৫টি, ইংরেজি ১৮টি, ইতিহাস ১০টি, দর্শন ১২টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৩টি, ইসলামিক স্টাডিজ ৭টি, অর্থনীতি ১৯টি, রাষ্ট্রবিজ্ঞান ২০টি, সমাজবিজ্ঞান ১১টি, সমাজকর্ম ১১টি, ভূগোল ও পরিবেশ ৩টি, মনোবিজ্ঞান ৩টি ও পরিসংখ্যান বিভাগে ৩টি।

বাণিজ্য অনুষদের অধীনে মোট আসন রয়েছে ৪৮৯২টি।

প্রসঙ্গত, সাত কলেজের বিজ্ঞান অনুষদে ৮৬১৯টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৯৯৭৯টি ও বাণিজ্য অনুষদে ৪৮৯২টি আসনসহ তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩৪৯০টি। এরমধ্যে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধুমাত্র মহিলা এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার