1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সব দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

সব দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

স্বচ্ছ ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করবে সরকার, যেখানে অংশ নেবে সকল রাজনৈতিক দল। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সেই বার্তাই সরকার দেবে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা ‘মাঙ্গা’ ফর্মে গ্রাফিক্স কমিক বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি।

অন্য কারও কথায় নয়, সংবিধান অনুযায়ী ও শাসনতন্ত্র মেনেই নির্বাচন হবে।
মন্ত্রী বলেন, সরকার সবসময়েই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। সুষ্ঠু নির্বাচন জন্য দায় দায়িত্ব বিরোধী দলেরও।

অনুষ্ঠানের আলোকে তিনি জানান, এই মাঙ্গা ফর্মেটের কারণে সকল শিশুরা জানার সুযোগ পাবে দুই দেশের ইতিহাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাপানি রাষ্ট্রদূত এইচ ই ইয়ামা কিমিনরি বলেন, জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব বহু বছরের। এই বন্ধুত্ব দৃঢ় করতে এমন উদ্যোগ আরও নেওয়া দরকার যেনো দুই দেশের আগামী প্রজন্ম পরস্পরের ইতিহাস জানতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার