1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
৩১৭ কোটির সরকারি ঋণ পরিশোধ করলো পদ্মা সেতু কর্তৃপক্ষ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

৩১৭ কোটির সরকারি ঋণ পরিশোধ করলো পদ্মা সেতু কর্তৃপক্ষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণের প্রথম দুই কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা সরকারকে পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বুধবার (৫ এপ্রিল) ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ফেরত দেওয়া হয়। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে এ চেক হস্তান্তর করেন।

তিনি বলেন, পদ্মা সেতু শুধু অবকাঠামো নয়, বাংলাদেশের জন্য গর্বের প্রতীক।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থনে বাংলাদেশ প্রতিটি বাধা মোকাবেলা করে এগিয়ে যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ তার উৎকৃষ্ট উদাহরণ।

অভ্যন্তরীণ অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এর মধ্যে সহায়তা থেকে এসেছে ৩০০ কোটি টাকা। বাকি ২৯ হাজার ৮৯৩ কোটি ৩৮ লাখ টাকা ঋণ দিয়েছে অর্থ বিভাগ। বিবিএ এবং অর্থ বিভাগ ২০১৯ সালের ২৯ আগস্টে এ চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তির অধীনে, সেতু বিভাগ ৩৫ বছরের মধ্যে ১% সুদে এই অর্থ ফেরত দেবে। সরকারি ঋণ পরিশোধ ২০৫৬-৫৭ অর্থ বছরে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার