1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
খিলক্ষেতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

খিলক্ষেতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাজধানীর খিলক্ষেতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় আফসানা পাশা (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালক ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আফসানা পাশা রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকার মৃত কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ‘শ্যামলী এনআর পরিবহনের’ একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসকে ধাক্কা দেয় প্রাইভেটকার এবং প্রাইভেটকারকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা পাশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আফসানা পাশা নামের একজন যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে ওই সিএনজি চালক আহত হয়েছেন। চালক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি বলেন বলেন, ‘দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’

দুর্ঘটনায় একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যানও ক্ষতিগ্রস্ত হয়
দুর্ঘটনায় একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আজকের পত্রিকা
ওসি কাজী সাহান হক বলেন, ‘নিহত যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

অপরদিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেত এলাকায় ঢাকাগামী একটি শ্যামলী এনআর পরিবহনের বাস একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পাশের একজন মোটরসাইকেল আরোহী ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।’

তিনি বলেন, ‘বাসটি হঠাৎ করে সজোরে ব্রেক করার কারণে বাসের পেছন দিক থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের কেউ আহত হননি। কিন্তু দুটো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এডিসি কামরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কারণে ঢাকামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আমরা সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানজট ক্লিয়ার করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার