রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রিয়ানস্কে ইউক্রেনের বিমান প্রবেশ করলে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি হালকা বিমান। এ তথ্য জানিয়েছে রাশিয়ার সীমান্তরক্ষী কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির বাহিনী।
প্রাণে বেঁচে গেছেন বিধ্বস্ত বিমানের পাইলট তবে তাকে গ্রেফতার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্তরক্ষী বাহিনী।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো বিস্তারিতভাবে জানা যায়নি। বিধ্বস্ত বিমানের পাইলট সামরিক পোশাক ও মাথায় বেইজবল ক্যাপ পরে ছিল।
বিমানটি বিধ্বস্ত হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে রাশিয়ার বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে নেমেই পাইলট ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলতে সক্ষম হয়।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার এই এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতে এক ব্যক্তি আহত হয়েছিলেন। তাই এই বিমান বিধ্বস্তের আসল কারণ না জানা পর্যন্ত নিশ্চিতভাবে এখনো কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply