1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
তামিম-মুশফিকের ব্যাটে জয়ের আশ্বাস পাচ্ছে বাংলাদেশ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

তামিম-মুশফিকের ব্যাটে জয়ের আশ্বাস পাচ্ছে বাংলাদেশ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
Bangladesh's Tamim Iqbal (L) and captain Mushfiqur Rahim run to complete a run during the second day's play of the first Test cricket match between Bangladesh and England at Zahur Ahmed Chowdhury Cricket Stadium in Chittagong on October 21, 2016. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। এ টেস্টে জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৮ রান। টাইগার ওপেনার তামিম ইকবাল ও টপ অর্ডার ব্যাটার মুশফিকের ব্যাটে জয়ের লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছে টিম টাইগার্স।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৮৯ রান। দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে ২৯২ রান করেছে আয়ারল্যান্ড। এতে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ৪৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তবে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে মার্ক আদাইরের বাউন্সে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান লিটন।

সাজঘরের ফেরার আগে ১৮ বলে তিন বাউন্ডারি ও এক ছয়ে ২৩ রান করেন লিটন। এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত।

তবে উইকেটে থিতু হওয়ার আগেই অ্যান্ডু ম্যাকব্রিনের বলে আইরিশ দলপতি বালবির্নির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন শান্ত। আউট হওয়ার আগে ৯ বলে মাত্র ৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

বর্তমানে মুশফিককে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন তামিম। ২৪ রানে তামিম ও ২৯ রানে ব্যাট করছেন মুশফিক।

এর আগে টেস্টের তৃতীয় দিন ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। সকাল বেলা উইকেটে পেসারদের জন্য যে বাড়তি সুবিধা থাকে সেটা পুরোপুরি আদায় করেছেন এবাদত হোসেন। এদিন নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন তিনি।

ইনিংস হার এড়িয়ে আইরিশদের ম্যাচে ফেরানো অ্যান্ডু ম্যাকব্রিন এবাদতের পোলার লেন্থের ডেলিভারীতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন।

ইনিংসের ১১২তম ওভারের দ্বিতীয় বলে তার স্টাম্প উপড়ে দিয়েছেন এবাদত। সাজঘরে ফেরার আগে গত দিনের রানের সঙ্গে যোগ করতে পেরেছেন কেবল ১ রান। শেষ পর্যন্ত ৮ চার আর এক ছক্কায় ১৫৬ বল খেলে ৭২ রান করেছেন তিনি।

এর তিন ওভার পর আবারও এবাদতের আক্রমণ। এবার এই পেসারের শিকার গ্রাহাম হিউম।

১১৬তম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে রেখেছিলেন এবাদত, সেখানে অফ সাইডে খেলতে গিয়ে ব্যাটের কানা ছুয়ে বল চলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। হিউমকে ১৪ রানে ফিরিয়ে আইরিশদের কফিনে শেষ পেরেকটা মারেন এ ডানহাতি পেসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার