বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন ছাত্রলীগ হলেও পাথরঘাটা ছাত্রলীগের মধ্যে রয়েছে দুই গ্রুপের দ্বন্ধ।
আজ বুধবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আনন্দ মিছিল, কেক কাটা সহ সকল কর্মসূচি পালন হচ্ছে দুই গ্রুপে।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাথে থাকছেন না কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের একঅংশ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে ইউনিটের (উপজেলা, পৌর, ও কলেজ ছাত্রলীগের) নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ওয়ালিদ মক্কি ও সাধারণ সম্পাদক আহমেদ সুজন এবং পৌর ছাত্রলীগের সভাপতি শাহাজাদা হাওলাদার সোহাগ।
তারা আওয়ামিলীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে রাসেল স্কয়ার পর্যন্ত সুসজ্জিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহমান জুয়েল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপ কুমার গোলদার ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, আওয়ামীলীগের অঙ্গসংগঠন সমুহ।
এডভোকেট আবদুর রহমান জুয়েল তার বক্তব্যে জানান, যারা বিগত দিনে মিছিল মিটিং করেও আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পারেনি রাজনৈতিক সামান্য দ্বন্দ্বের কারনে, তাদের জন্য আমার দুঃখ হয় যে তারা কেমন ছাত্রলীগের কর্মী।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দৈনিক প্রথম প্রহরকে জানান, কলেজ ছাত্রলীগকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপস্থিত থাকলেও সভাপতি আসেনি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে।পরবর্তীতে আমরা জানতে পারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল রাব্বি গুটিকয়েক লোক নিয়ে ভিন্ন ভাবে কার্যক্রম করে উপজেলা ছাত্রলীগের দিকনির্দেশনার বাহিরে।
Leave a Reply