1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
একদিনে সাড়ে ৫৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

একদিনে সাড়ে ৫৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত

  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭০ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৩৮ জন।
শনিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ৪৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩০১ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৭৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৬ হাজার ৮২০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ২৫১ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার