বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে পরিবেশ দূষণ ও নদী দূষণ রোধে প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে চরদুয়ানির মৎস ঘাট থেকে বাজার হয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়।
এ প্রচার অভিযান টি একশন এইডের অর্থায়নে বাস্তবায়ন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর স্বপ্নঝুড়ি যুব সংঙ্গ।
এসময় উপস্থিত ছিলেন, এনএসএস এর প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ফিন্যান্স এন্ড এডমিন রুহুল আমিন,ইয়ুথ পেয়ার গ্রুপ ফেসিলিটেটর মোঃ জুবায়ের ইসলাম, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর স্বপ্নঝুড়ি যুব সংঙ্গের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের ও সদস্যরা এবং পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply