বরগুনা-২ (বেতাগী -বামনা-পাথরঘাটা) সংসদীয় আসনের প্রয়াত সংসদ সদস্য, বরগুনা জেলা আওয়ামীলিগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব গোলাম সবুর টুলুর মৃত্যু বার্ষিকিতে তার রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার ১৬ রমজান পাথরঘাটা উপজেলার সকল হাফিজি মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং কোরআনখানী, ইফতার ও দোয়া মোনাজাত করেন।
১৬ রমজান তার মৃত্যু বার্ষিকি উপলক্ষে প্রতিবছরই বামনা, বেতাগী, পাথরঘাটা উপজেলার সকল হাফিজি মাদ্রাসা ও মসজিদ গুলোতে তার জন্য দোয়া মোনাজাত করা হয়।
প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলুর মৃত্যু বার্ষিকতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের জন্য পাথরঘাটা উপজেলার সকল ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে হাফেজী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছাত্রী দের ইফতারির জন্য নগদ অর্থ সহ কোরআন শরিফ দিয়েছেন তার সহধর্মিণী , বর্তমান ৩১৫- আসনের সংসদ, সদস্য সুলতানা নাদিরা।
সংসদ সদস্য গোলাম সবুর টুলু ২০১৩ সালের ২৬ জুলাই সংসদীয় এলাকা বেতাগী থেকে সড়ক পদে ঢাকা যাবার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হন। এলাকায় তিনি একজন সৎ এবং স্পষ্টভাষী হিসাবে জনপ্রিয় ছিলেন।
Leave a Reply