1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলবে কি না জানালেন সেতুমন্ত্রী - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলবে কি না জানালেন সেতুমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রায় মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন-২০২৩ উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা জানান।

মোটরসাইকেল চলাচলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না এটি কি আমরা বলেছি? তবে শুধু পদ্মাসেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।

এর আগে ঈদের ৭ দিন মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যদি ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার