1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বরগুনার পাথরঘাটায় মঞ্চ কাঁপাবে মমতাজ। - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

বরগুনার পাথরঘাটায় মঞ্চ কাঁপাবে মমতাজ।

  • প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০বছর পূর্তি মিলন মেলা অনুষ্ঠানে থাকবে শিল্পী মমতাজ।বরিশালের দক্ষিণ অঞ্চলে এই প্রথম শিল্পী মমতাজের আগমন
কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে স্থাপিত হয়।
১৯৪৯ সাল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিদায়ী সাবেক শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন।

প্রতিষ্ঠানের সাবেক অনেক শিক্ষার্থীরাই আছেন দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চতম কর্মরত অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানচেলার আখতারুজ্জামান ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ।

৮০ বছর পূর্তি এই মিলন মেলা অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবে সুনামধন্য ক্ষ্যতিমান শিল্পী মমতাজ

মানিকগঞ্জ জেলার, ১০তম জাতীয় সংসদের ১৫নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, ও আইনজীবী এবং ক্ষ্যতিমান শিল্পী মমতাজ

মমতাজ বেগম বাংলাদেশের একজন জনপ্রিয় লোকগান শিল্পী ও মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সংসদ সদস্য। ভিন্ন ধারার গান পরিবেশনের কারণে তিনি মিউজিক কুইন বা সুর সম্রাজ্ঞী নামেও বহুল পরিচিত।

দুই দশকের বেশি সময় ধরে তার পেশাদারী সংগীত জীবনে প্রায় ৭০০টি একক অ্যালবাম প্রকাশ পায়। ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

দেশব্যাপী বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহন করেন মমতাজ। এছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশে সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন ও তার গান ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষদিকে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন মমতাজ। এসময় লোক গানের শিক্ষক আব্দুর রশীদ সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মানিকগঞ্জের এই মেয়ে। এরপর রমজান আলীকে বিয়ে করেন। কিন্তু তার সঙ্গে সংসার জীবনের ইতি টেনে মঈন হাসান চঞ্চলের সঙ্গে ঘর বাঁধেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার