1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
মধ্যরাতে ঢাকায় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

মধ্যরাতে ঢাকায় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

মধ্যরাতে হঠাৎ ঢাকায় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং। বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে এক ঘণ্টার যাত্রা বিরতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকও করলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রোহিঙ্গা সংকটসহ সব ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ১১ দিন আগে দায়িত্ব নেওয়া চীনা পররাষ্ট্রমন্ত্রী।

গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন সিন গ্যং।

তিনি ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে বের হন বুধবার। মধ্যরাতে ঢাকায় এক ঘণ্টার যাত্রাবিরতি করেন পেশাদার এই কূটনীতিক।
ঢাকায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সিন গ্যাংকে বহনকারী বিমান যখন শাহজালাল বিমানবন্দরে জ্বালানি সংগ্রহ করছে তখন ভিআইপি লাউঞ্জে ৪০ মিনিটের বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে ২টা ৫০ মিনিটে সিন গ্যাং বিদায় নেন। ফের বেশি সময়ের জন্য ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গাসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব ইস্যুতে চীনের প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত থাকবে।

চীনঘোষিত শুল্কসুবিধা এখনও বাস্তবায়ন না হওয়ার বিষয়টি বৈঠকে সিন গ্যাংকে মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এমন সময় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতি করলেন, যখন চার দিনের সফরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যৈষ্ঠ পরিচালক এইলিন লাউবাখের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার