রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদর দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি-না তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Leave a Reply