1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সহায়তা দিলেন পূজা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সহায়তা দিলেন পূজা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে কয়েক দিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেখানে আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে মার্কেটে থাকা দোকানের যাবতীয় সব পুড়ে ছাই হয়ে যায়। এতে বিশাল ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ থেকে তারকা, প্রায় সব শ্রেণির মানুষ এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন ঢালিউডের অভিনেত্রী পূজা চেরি।

বিদ্যানন্দের মাধ্যমে একটি পোড়া কাপড় কিনেছেন, যা সংগঠনটির ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে।

পূজা চেরির দুটি ছবি পোস্ট করে সংগঠনটি ক্যাপশনে লিখেছে, ‘চিত্রনায়িকা পূজা চেরি বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি, তবে আমার দিনটাই সার্থক।’

এ ছাড়া লেখা হয়েছে, ‘সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোনো দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটিই বিদ্যানন্দের চেষ্টা।’

প্রসঙ্গত এর আগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সংগীতশিল্পী তাহসান খান, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী সাবিলা নূর, চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খানসহ শোবিজের অনেক তারকা কাপড় কিনেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার