চাঁদ দেখানোর নামে হচ্ছে চাঁদাবাজী।
তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে মহাকাশ ক্যাম্প নামে চাঁদ দেখানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সম্পূর্ণ ফ্রী থাকলেও আয়োজকরা শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভিতরে প্রবেশ করতে দেয় নি এমন অভিযোগ করেন শিক্ষার্থীরা।
১০ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৭০টাকা ও পরবর্তী শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৫০টাকা চাঁদা নেওয়া হয়।চাদা নিয়েও চাদ দেখায়নি কর্তৃপক্ষরা।
শিক্ষা প্রতিষ্ঠানরে এক স্যার জানান এটা চাঁদা নয় ডোনেশন।
অনুসন্ধিৎসু চক্রের সদস্য সৈয়দ নাজেস আফরোজ নয়ন জানান এই আয়োজনে কোনো ডোনেশন নেওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি এবং আমিও চাঁদা রশীদের ভুক্তভুগী রশিদ না থাকায় প্রবেশ পথে আটকে দেয় আমাকে
Leave a Reply