1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বৃষ্টি নিয়ে আশার খবর দিলো আবহাওয়া অফিস - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

বৃষ্টি নিয়ে আশার খবর দিলো আবহাওয়া অফিস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এ তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ, হাঁসফাঁস করছে মানুষ। তবে এর মধ্যে আগামী রোববার দিন শেষে দেশের একটি অঞ্চলে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, চলমান তাপপ্রবাহ সহসাই কমবে না। আগামী রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে। ঐদিন শেষে সিলেট ও আশপাশের অঞ্চলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সেদিন ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

একেবারে ২৪ এপ্রিল পর্যন্ত চলমান তাপপ্রবাহ বজায় থাকবে। এরপর তাপমাত্রা কমে ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার