বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত দেশে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এ রেকর্ড তৈরি হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে। এর আগে, বুধবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো আজ রাত ৯ টায়। এসময় বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।
এর মধ্য দিয়ে টানা তিনদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
Leave a Reply