1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
দোকান বাঁচাতে মার্কেটে ঢুকলেন ৪ ভাই, নিখোঁজ সন্তানদের খুঁজছেন মা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

দোকান বাঁচাতে মার্কেটে ঢুকলেন ৪ ভাই, নিখোঁজ সন্তানদের খুঁজছেন মা

  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

রাজধানীর নিউ সুপার মার্কেটে ‘লাইট ম্যান’ নামে দুইটি পোশাকের দোকান চালান আসমা বেগমের চার ছেলে। শনিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর শুনে চারজনই ছুটে গেছেন যদি কিছু বাঁচানো যায়। কিন্তু তাদের কোনো খোঁজ পাচ্ছেন না আসমা। তিনি এসেছেন চার ছেলেদের খুঁজতে।
আসমা বেগম বলেন, নিউ মার্কেটের তৃতীয় তলায় তার চার ছেলের দুইটি কাপড়ের দোকান আছে। আগুন লাগার খবর শুনে তারা ছুটে গেছেন দোকান বাঁচাতে। কিন্তু সাড়ে তিন ঘণ্টা হয়ে গেছে, ছেলেদের কোনো খোঁজ পাচ্ছেন না। তাই ওদের খুঁজতে এসেছি।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ আগুন নির্বাপণ করতে আরো সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

এদিকে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার