1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
টঙ্গী বাজার সপুরা মার্কেটে আগুন দিয়েছিল দুষ্কৃতকারী - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

টঙ্গী বাজার সপুরা মার্কেটে আগুন দিয়েছিল দুষ্কৃতকারী

  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার সপুরা মার্কেটে আগুন লেগেছিল। ওই আগুন লাগিয়েছিল একজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারের সপুরা মার্কেটের নিচ তলার দক্ষিণ পাশের স্টেশনারি দোকানের সামনে গলির রাস্তায় দাঁড়িয়ে ছিল অজ্ঞাতনামা একজন দুষ্কৃতকারী।

তার হাতে ছিল একটি শপিং ব্যাগ। ব্যাগে ২৫০ মিলি কোকোকোলার বোতলে এক বোতল অকটেন ছিল। সে অকটেন ও কিছু টিস্যু পেপার দিয়ে ওই মার্কেটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মার্কেটের দোকানদারদের চোখে পড়লে তারা তৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি জানাজানি হলে মার্কেটের সভাপতি মতিন সাহেব সবাইকে মোবাইলে জানান।

মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতা এই ঘটনার সঙ্গে জড়িত বলে দুষ্কৃতিকারীকে ধরার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার