1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
অবশেষে ১৬ ঘন্টা পর সম্পূর্ণ নিভল নিউ সুপার মার্কেটের আগুন - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

অবশেষে ১৬ ঘন্টা পর সম্পূর্ণ নিভল নিউ সুপার মার্কেটের আগুন

  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন ১৬ ঘণ্টার বেশি সময় পর সম্পূর্ণ নিভেছে। আজ রোববার সকাল ৯টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি সকাল ১০টার দিকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার বলেন, ‘গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই। আমরা সম্পূর্ণ নির্বাপণ করেছি।’

মার্কেট বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি শাবু বলেছেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৯টা ৪৫ মিনিটে মার্কেট বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরো মার্কেট পুলিশের হেফাজতে আছে। এখন যদি কোনো সংস্থা তদন্ত করতে চায় করতে পারবে। এ ছাড়া আমরা সংশ্লিষ্ট সংস্থায় চিঠি দেব।

এ দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। কাজ শেষে পৌনে এগারোটার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসাবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর এই বিষয়ে মতামত দেওয়া যাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোর্তুজা কবির বলেন, খালি চোখে আলামত গুলো দেখে কোন মন্তব্য করা ঠিক হবে না।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার