1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলসহ বিএনপির তিন নেতার বৈঠক - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলসহ বিএনপির তিন নেতার বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিনজন নেতা।
আজ রবিবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১১টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ছিলেন হেড অব পলিটিক্স আর্তুরো হাইন্স, পলিটিকাল অ্যান্ড ইকোনমিকাল কাউন্সেলর বামেরটক স্কট ব্রান্ডন।

সেখানে তারা ঘণ্টাখানেক অবস্থান করেন।

এরপর বিএনপি প্রতিনিধি দলের নেতারা রাষ্ট্রদূতের বাসা থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামা ওবায়েদ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘উনাদের আমন্ত্রণে আমরা গিয়েছি। আমাদের মহাসচিবসহ তিনজন ছিলাম। সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ’

বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান একটি সংবাদ মাধ্যমকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার