মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল ও হাজেরা খাতুন ও নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক তিনজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। তারা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯) ও আরিফ (২৭)।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেয়ার পথে মারা যান আরো ৪ জন।
Leave a Reply