কাতার বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়েছে মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলে সবাইকে চমকে দিয়েছে। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে তাদের রূপকথার সমাপ্তি হলেও ম্যাচশেষে রেফারিং নিয়ে অভিযোগ জানিয়েছে মরক্কো। লিখিতভাবে সেমির রেফারিং নিয়ে তারা ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে।
ওই ম্যাচে রেফারি সিজার আর্তুয়ো রামোসের বিতর্কিত কিছু সিদ্ধান্তের গ্রহণযোগ্য মনে হয়নি মরক্কোর। তাদের দাবি, দুটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। মরক্কো ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচে রেফারিং ঠিকঠাক হয়নি। তারা আরও অবাক হয়েছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিও এক্ষেত্রে সাড়া দেয়নি বলে।
রূপকথার যাত্রা থেমে গেলেও মরক্কোকে এখন খেলতে হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী। কাল শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারলে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে দেশে ফিরতে পারবে। বিশ্বকাপে প্রথমবারের মতো তৃতীয় হওয়াটাও যে কম নয়।
Leave a Reply