1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পবিত্র জুমাতুল বিদা আজ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

পবিত্র জুমাতুল বিদা আজ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বা জুমাতুল বিদা আজ (২১ এপ্রিল)।
ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করে থাকে। তাই মহিমাম্বিত এ মাসটিকে বিদায় জানাতে আজ দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান।

এদিন জুমার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ রাজধানীর বায়তুল মোকাররমে। সব মসজিদে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান পেশ করবেন। বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

অনেক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শুরুর অনেক আগেই মসজিদে গিয়ে অবস্থান করবেন। সেখানে কোরআন তেলাওয়াত, জিকির-দরুদ পাঠ করবেন। এছাড়া অনেকে নিজের পরিবার ও মরহুম আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাতও করবেন।

নানান কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারি, মুসলিম)। তাই সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

উল্লেখ্য, মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার