1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সিসিক নির্বাচনে গোপনে একাধিক প্রার্থী দিয়েছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

সিসিক নির্বাচনে গোপনে একাধিক প্রার্থী দিয়েছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশ না নিলেও গোপনে একাধিক প্রার্থী দিয়েছে বিএনপি। সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ’ বিএনপি নেতা-কর্মী প্রার্থী হচ্ছেন।
শনিবার সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সব রোহিঙ্গা তাদের দেশে ফিরবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজে শাহী ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার