শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩১ জন।
করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত ও মৃত্যুর তথ্যদানকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৮ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ১৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ১৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৭৫২ জন এবং মারা গেছেন ৬ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪৪৫ জন এবং মারা গেছেন ৭ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং মারা গেছেন ৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৩৯৫ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪০ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Leave a Reply