1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ইতিহাসের পাতায় ২৪ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ২৪ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা

  • প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

আজ ২৪ এপ্রিল, ২০২৩ সোমবার। ১১ বৈশাখ, ১৪৩০। ০৩ শাওয়াল, ১৪৪৪ হিজরি।
২৪ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৪তম দিন। বছরটি শেষ হতে আরো ২৫১ দিন বাকি রয়েছে।
ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি
১০৬১- ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১৯২৬- যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
১৯৫৪- রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দিকে হত্যা করা হয়।
২০১৩- রানা প্লাজা ট্র্যাজিডিতে ১ হাজারের বেশি শ্রমিক প্রাণ হারায় ও আহত হয় ২ হাজারেরও বেশি। এটি ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত।

জন্ম
১৮৬৫- নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায়।
১৮৯৭- মার্কিন ভাষাবিজ্ঞানী বেনজামিন হোর্ফ।
১৯৪২- মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা বারবারা স্ট্রাইস্যান্ড।
১৯৪৬- ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন।
১৯৭৩- ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। মাত্র ১৬ বছর বয়সে শচীনের পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এবং এরপর থেকে প্রায় চব্বিশ বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সর্বোচ্চসংখ্যক শতকের অধিকারীসহ বেশ কিছু বিশ্বরেকর্ড ধারণ করে আছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও টেস্ট ক্রিকেট ম্যাচ মিলিয়ে শততম শতক করেন। ১৯৯৮ সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়।

মৃত্যু
১৭৩১- ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা ড্যানিয়েল ডিফো।
১৯৭২- বাঙালি চিত্রশিল্পী যামিনী রায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামের এক মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্ম তার। ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন। তিনি নিজে পটুয়া না হলেও নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই তিনি পছন্দ করতেন। ১৯১৮-১৯ থেকে তার ছবি ইন্ডিয়ান অ্যাকাডেমি অব ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হতে থাকে।
১৯৭২- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়।
২০০৬- বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী নাসরীন পারভীন হক।

দিবস
রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার