পাথরঘাটা পৌর শহরের থানা সড়ক সংলগ্ন ৪নং ওয়ার্ডে আগুনের সুত্রপাত ঘটে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর ১২ঃ০০ ঘটিকায়, পাথরঘাটার থানা সড়ক থেকে তালতলা বাসস্টপের মাঝামাঝি দূরত্বে ৪নং ওয়ার্ডের চাপরাসি বাড়ির সামনে। তকদির ট্রান্সপোর্ট নামক একটি দোকান ঘর থেকে আগুনের সুত্রপাত পাওয়া যায়।
দোকানটি আনোয়ার হোসেন মুন্নার। দোকানটিতে পুড়ানো মালামাল, ভাঙারির গোডাউনের কাজে ব্যবহার করে থাকেন।
স্থানীয়রা পাথরঘাটা ফায়ার সার্ভিসের অবগত হন। একই এলাকায় বেলা ১১টার দিকে একটা বসতবাড়ির রান্না ঘরে আগুনের সুত্রপাত হয় এবং পাথরঘাটার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে যাওয়ার ঘন্টাখানেক পরে তাদের কাছে আবারও আগুনের সুত্রপাতের খবর যায়।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের তিনটি টিম সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
স্থানীয়রা জানান জঙ্গল নিধনের জন্য জঙ্গলে আগুন দেয়া হয় আর সেই আগুন থেকেই কাগজের দোকানে আগুনের সুত্রপাত ঘটে।
Leave a Reply