1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

রাষ্ট্রপতি বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে যান। সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি একটি বইয়ে স্বাক্ষর করেন।

পরে ১১টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন রাষ্ট্রপতি।
স্মৃতিসৌধে আসার আগে রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান করা হয়। বেলা ১১টার কিছু সময় আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর রাত পৌনে ৯টার দিকে সপরিবারে বঙ্গভবনে ওঠেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওইদিন মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। পরে ইসি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার